

আমাদের সম্পর্কে
নাম ও লগো পরিচিতি
নামঃ “নন-ক্যাডার কলেজ শিক্ষক সমিতি” ২০১৮ বিধিতে সরকারিকৃত ৩৩৫ টি কলেজ-এ নিয়োগপ্রাপ্ত নন-ক্যাডার শিক্ষকদের সংগঠন। যার ইংরেজি নামঃ Non-Cadre College Teachers’ Association.
লগো পরিচিতিঃ লোগোটিতে বেশ কয়েকটি প্রতীকী উপাদান ব্যবহার করা হয়েছে যা "নন-ক্যাডার কলেজ শিক্ষক সমিতি" (Non-Cadre College Teachers' Association) এর উদ্দেশ্য এবং পরিচয়ের প্রতিফলন ঘটায়।
১. হাত মেলানো (Handshake): লোগোর বাম দিকে দুটি হাত একে অপরের সাথে হাত মেলাচ্ছে, যা একটি অর্ধবৃত্তাকার সবুজ কাঠামোর মধ্যে রয়েছে। যেটি ঐক্য, সংহতি, সহযোগিতা এবং পারস্পরিক সমর্থনের প্রতীক। শিক্ষক সমিতির মূল লক্ষ্যই হলো শিক্ষকদের মধ্যে একতা তৈরি করা এবং তাদের সম্মিলিতভাবে কাজ করার ক্ষমতাকে তুলে ধরা। সবুজ রঙ সম্ভবত বৃদ্ধি, সজীবতা এবং আশার প্রতীক।
২. খোলা বই এবং কলম (Open Book and Pen): লোগোর ডান দিকে একটি খোলা বই এবং তার উপর একটি কলম দেখা যাচ্ছে। খোলা বই জ্ঞান, শিক্ষা, পাণ্ডিত্য এবং শেখার প্রতীক। এটি শিক্ষকতার মূল ভিত্তি এবং শিক্ষাবিদদের পেশাকে নির্দেশ করে। কলম লেখা, জ্ঞান অর্জন, বুদ্ধিবৃত্তিক কাজ এবং সৃজনশীলতার প্রতীক। এটি শিক্ষকদের জ্ঞান বিতরণের এবং শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার ভূমিকাকে তুলে ধরে। বই এবং কলমের সমন্বয় শিক্ষা এবং জ্ঞান অর্জনের অবিচ্ছেদ্য সম্পর্ককে তুলে ধরে।
কমিটি/জনবল
পৃষ্ঠপোষক
২০১৮ বিধিতে নিয়োগপ্রাপ্ত ৩৩৫ টি কলেজের সম্মানিত অধ্যক্ষ (নন-ক্যাডার) এবং সহকারী অধ্যাপক(নন-ক্যাডার) গণ এই শিক্ষক সংগঠন মূল পৃষ্ঠপোষক। এছাড়াও যেকোন শুভাকাঙ্খি, শুভানুধ্যায়ী এবং বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, সাহিত্যিক, ডাক্তার, সাংবাদিক, বুদ্ধিজীবি এবং বিশেষ পেশাজীবি শ্রেণির ব্যক্তি যাঁরা এই সংগঠনকে পছন্দ করবে তাঁরা ইচ্ছে করলে পৃষ্ঠপোষক হতে পারবে।
উপদেষ্টা পরিষদ
উপদেষ্টা কমিটি-০৫ সদস্য বিশিষ্ট

জনাব মোহাম্মদ শামীম উদ্দিন
প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, গুইমারা সরকারি কলেজ, খাগড়াছড়ি।

জনাব মোঃ আল মামুন
প্রভাষক, ব্যবস্থাপনা, শরণখোলা সরকারি কলেজ, বাগেরহাট।

মো: সাইদুর রহমান মোল্লা
প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, গলাচিপা সরকারি কলেজ, পটুয়াখালী।

জনাব মোহাম্মদ কামরুল হাসান
প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান, ছেংগারচর সরকারি কলেজ, মতলব উত্তর, চাঁদপুর।

জনাব মোঃ আমিনুল হক খান
প্রভাষক, পদার্থবিদ্যা, বারহাট্টা সরকারি কলেজ, নেত্রকোনা।
আহবায়ক কমিটি
আহবায়ক কমিটি-৫৯ সদস্য বিশিষ্ট

জনাব মোঃ মামুনুর রশিদ
আহবায়ক
প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, মানিকারচর সরকারি কলেজ, কুমিল্লা।
শিক্ষাগত যোগ্যতাঃ বিএ অনার্স, এমএ(ফার্স্ট ক্লাস) জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এলএলবি, ডিপ্লোমা ইন নেটওয়ার্কিং এন্ড টেকনোলজি।

জনাব মোঃ আতিক উল্লাহ চৌধুরী
সদস্য সচিব
প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, রাউজান সরকারি কলেজ, চট্টগ্রাম।
শিক্ষাগত যোগ্যতাঃ বিবিএস(অনার্স), এমবিএস(ব্যবস্থাপনা), এমবিএ(ফিন্যান্স এন্ড ব্যাংকিং), এলএলবি, এলএলএম ইন হিউম্যান রাইটস।
কোষাধ্যক্ষ

জনাব মোঃ নিয়ামত উল্লাহ
প্রভাষক, ইংরেজি, সরকারি মতিলাল ডিগ্রি কলেজ, দৌলতপুর, মানিকগঞ্জ।